মিনাখাঁ বিধানসভার মালঞ্চের ২০২ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট কে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আজ সকালে ওই ভোটগ্রহণ কেন্দ্রে বিজেপি কর্মীরা পোলিং এজেন্টকে নিয়ে প্রবেশ করতে যান। তখন এলাকারই তৃণমূলের এক কর্মী তাঁর জামার কলার ধরে ধাক্কা দেন বলে অভিযোগ। মারধর করে সেখান থেকে এজেন্টকে বের করে দেওয়া হয় বলে অভিযোগবিজেপির। অন্যদিকে সকাল থেকে বিধাননগর কেন্দ্রের বিভিন্ন বুথ পরিদর্শন করছেন বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। বিধাননগর উত্তর থানার এক অফিসারের বিরুদ্ধে ভোটারদের বাড়ি চলে যেতে বলার অভিযোগ তুলেছেন তিনি।