'ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যানসারের কারণ।' টেলিভিশন, প্রেক্ষাগৃহে এই ধরনের সতর্কবার্তা তো হামেশাই দেখা যায়। কিন্তু তাতে কি সত্যি সতর্ক হচ্ছে মানুষ! বরং অবাধ ধূমপানই রাস্তাঘাটের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। গ্রামবাংলা হোক বা শহর, দেশের প্রত্যেক প্রান্তেই ছবিটা এক। যার ফলে পরিবেশের দীর্ঘমেয়াদি ক্ষতি হয়েই চলেছে।
৩১ মে বিশ্ব ধূমপান বিরোধী দিবস (No Tobacco Day 2022)। পরিবেশের কথা চিন্তা করে এবার ধূমপান বিরোধী দিবসের থিম রাখা হয়েছে, 'পরিবেশ বাঁচাও।' WHO জানিয়েছে, তামাক শিল্প পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এর ফলে পরিবেশের (Environment) ওপর অপ্রয়োজনীয় চাপ পড়ছে। প্রাকৃতিক সম্পদ কমছে, বাস্তুতন্ত্রের ভারসাম্যও নষ্ট হচ্ছে।
আরও পড়ুন: মধ্যবয়সের 'অনিদ্রা'-র সমস্যাকে অবহেলা করছেন না তো ? নইলে হতে পারে বড় বিপদ, বলছে গবেষণা
বিশ্বে প্রত্যেক বছর মোট ৩৫ লক্ষ হেক্টর জমিতে তামাক চাষ করা হয়। এই তামাক শিল্পের জন্য পরিবেশে প্রায় ৮৪ মেগাটন কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। উন্নতশীল দেশগুলিতেই ৯০ শতাংশ তামাক তৈরি হয়। তামাক উৎপাদনের খরচা অনেক কম। উন্নতশীল দেশগুলির অর্থনীতিও এই তামাক শিল্পের ওপর অনেকটা নির্ভরশীল।
WHO জানিয়েছে, তামাক ব্যবহার কমলে দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যে এগোতে পারবে দেশগুলি।