১৯৬৭ সালে সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, 'চে, তোমার মৃত্যু আমায় অপরাধী করে দেয়...'। তারপর কেটে গিয়েছে ৫৬ বছর৷ এখনও চে গেভারার জন্মদিনে, প্রতি বছর ১৪ জুন উদ্বেল হয়ে ওঠে বাঙালির মনন৷ সোশ্যাল মিডিয়া উপচে পড়ে সাত সমুদ্র তেরো নদীর পাড়ের এক শহীদ বিপ্লবীর প্রতি শ্রদ্ধায়। এখনও বাংলার ক্যাম্পাসে ক্যাম্পাসে আঁকা হয় চে গেভারার ছবি৷ নিশান থেকে পোস্টার হয়ে টি-শার্টে ঝলমল করে এক শহীদ বিপ্লবীর দু'টি অশান্ত চোখ।
মাত্র ৩৯ বছরের জীবনেই তিনি হয়ে উঠেছিলেন শোষণমুক্তির লড়াইয়ের উজ্জ্বল ধ্রুবতারা। মোটর সাইকেলে চষে ফেলেছিলেন গোটা লাতিন আমেরিকা। নেতৃত্ব দিয়েছেন কিউবার বিপ্লবে। ছুটে গিয়েছেন সুদূর আফ্রিকা মহাদেশে- কঙ্গোর নিপীড়িত মানুষের পাশে৷ লড়াই করেছেন বলিভিয়ার জঙ্গলে।
তিন সন্তানকে লেখা চে-র জীবনের শেষ চিঠিতেও তিনি লিখেছেন : সংবেদী হও, বিশ্বের যে প্রান্তেই কোনও অন্যায় ঘটবে, তা যেন তোমাদের হৃদয়কে নাড়া দিয়ে যায়।