ডিভোর্স চেয়েছিলেন স্বামী। মেনে নিতে পারেননি স্ত্রী। রাগের বশে স্বামীকে লক্ষ্য করে গুলি ছুঁড়লেন স্ত্রী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই বৃদ্ধ। ইতিমধ্যেই অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকে (US)।
জানা গিয়েছে, স্বামী বিচ্ছেদ চেয়েছিলেন। সেই কারণেই গত কয়েকমাস ধরে আলাদা থাকতেন ৬২ বছরের ক্রিস্টিনা পাসকুয়ালেত্তো ও তাঁর ৮০ বছর বয়সী স্বামী জন পাসকুয়ালেত্তো।
জন থাকেন প্রেসকোটে। গত ২০ সেপ্টেম্বর গিলবার্টের বাসিন্দা অভিযুক্ত ক্রিস্টিনা মাঝ রাতে গাড়ি চালিয়ে জনের কাছে যান। সেই সময়ে বিছানায় শুয়ে ছিলেন জন। পুলিশ সূত্রে খবর, বিচ্ছেদ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন জন।
আরও পড়ুন - খালিস্তানি নেতার হত্যাকাণ্ড, ভারতকে আগেই জানিয়েছিল, দাবি কানাডার প্রধানমন্ত্রীর
সেই সময়েই রাগের বশে জনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন ক্রিস্টিনা। তখনও বিছানায় শুয়ে ছিলেন জন। এরপর ৯১১ তে ফোন করে খবর দেওয়া হয়। একাধিক ধারার মামলা রুজু করে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।