মাওয়ের আসনে এবার শি জিংপিং। এই নিয়ে তৃতীয়বার চিনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তিনি। এর আগে একমাত্র মাও জে দং-ই চিনা কমিউনিস্ট পার্টিতে একটানা তিনবার সাধারণ সম্পাদক হয়েছিলেন। এবার সেই ইতিহাসকে স্পর্শ করলেন জিংপিং। ফলে আগামী পাঁচ বছর শুধু দেশের নয়, পার্টিও সবার উপরে থাকবেন তিনি।
নিয়ম বলছে. চিনা কমিউনিস্ট পার্টিতে সর্বোচ্চ পদে থাকার বয়সীমা আটষট্টি বছর। কিন্তু জিংপিংয়ের বর্তমান বয়স ৬৯। একইসঙ্গে ১০ বছরের মেয়াদও তঁর পূর্ণ হয়েছে। তারপরেও পার্টির ক্ষমতাশালী সেন্ট্রাল কমিটির তরফে তাঁকেই সাধারণ সম্পাদক হিসাবে বেছে নেওয়া হয়েছে। একইসঙ্গে বেছে নেওয়া হয়েছে ২৫ জন নতুন পলিটব্যুরো সদস্যকেও। যাঁরা আধুনিক চিন চালাতে জিংপিংকে সাহায্য করবেন।
আন্তর্জাতিক বিশেজ্ঞদের দাবি, এটাই প্রত্যাশিত ছিল। কারণ, চিনা কমিউনিস্ট পার্টিতে আজবীন সর্বোচ্চ পদে থাকার রাস্তা আগেই পরিস্কার করে নিয়েছিলেন জিংপিং। অপেক্ষা ছিল সিলমোহরের। সেটাও এবার বসিয়ে দেওয়া হল।