বিয়ের দিন কেক কাটার পর তার একাংশ স্ত্রীয়ের মুখে মাখিয়ে দিয়েছিলেন স্বামী! তাতেই রেগে অগ্নিশর্মা স্ত্রী বিবাহবিচ্ছেদ করে বসলেন! তাঁর অভিযোগ, আগেই তিনি হবু স্বামীকে এই বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন। বলেছিলেন, কোনও অবস্থাতেই মুখে কেক মাখানো যাবে না। কিন্তু স্বামী সেই অনুরোধ রাখেননি৷ তিনি কেবল মুখে কেক মাখিয়েই ক্ষান্ত হননি, স্ত্রী-র গোটা মুখ কেকে চুবিয়ে দিয়েছেন। এরপরেই ডিভোর্স দিয়েছেন স্ত্রী।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটেছে। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবর ঝড় তুলেছে সোস্যাল মিডিয়ায়। রেডিটে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন ওই মহিলা। তাঁর আগের বিয়েও 'সামান্য কারণে' ভেঙে গিয়েছিল। তাই এ-যাত্রা তাঁকে বিয়ে না ভাঙতেও অনুরোধ করেন অনেকে৷ কিন্তু তিনি মানেননি৷
বারণ করা সত্ত্বেও মুখে কেক মাখিয়ে দেওয়া তাঁর কাছে রীতিমতো 'অপরাধ'। এমন 'অপরাধ' যিনি করেন, তাঁর সঙ্গে সংসার? নৈব নৈব চ।