Ukraine Crisis: কেন ইউক্রেনকেই বেছে নেন ভারতের অধিকাংশ ডাক্তারি পড়ুয়া? কী রয়েছে এর নেপথ্যে?

Updated : Feb 25, 2022 15:56
|
Editorji News Desk

বুধবার থেকেই ইউক্রেনের(Ukraine) উপরে লাগাতার আক্রমণ শুরু করেছে রাশিয়া(Russia)। সেখানে আটকে রয়েছে প্রায় ২০ হাজার ভারতীয়(Indians)। এদের মধ্যে আবার ১৮ হাজারেরও বেশি পড়ুয়া। কিন্তু রাশিয়া(Russia) সামরিক অভিযান শুরু করতেই বন্ধ করে দেওয়া হয়েছে ইউক্রেনের(Ukraine) সমস্ত যোগাযোগ ব্যবস্থা। ফলে হাতে টিকিট থাকলেও আর দেশে ফেরা হয়নি বাঙ্গালি পড়ুয়াদের(Bengali Students)। কিন্তু যুদ্ধের এই আবহেই একটা প্রশ্ন ঘুরেফিরে আসছে বারবার।কেন বারবার ইউক্রেনে এতসংখ্যক ভারতীয় পড়ুয়া যায়? এর পেছনে রয়েছে একাধিক কারণ। সেই কারণগুলি খুঁজে দেখল Editorji বাংলা। 

ভারতীয় দূতাবাসের(Indian Embassy) তথ্য বলছে, বর্তমানে ইউক্রেনে(Ukraine) আটকে থাকা ভারতীয়দের(Indians) মধ্যে অধিকাংশই ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল পড়ুয়া। এর একটাই কারণ, ইউক্রেনে পড়াশোনার খরচ তুলনামূলকভাবে অনেকটাই কম।

খরচ অনেকটাই কম

ইউক্রেনে(Ukraine) যে সমস্ত ভারতীয়রা যায়, তাদের মধ্যে অধিকাংশই মেডিকেল পড়ুয়া। দেশে বেসরকারি মেডিকেল কলেজগুলিতে(Medical College) এমবিবিএস পড়ার জন্য যে পরিমাণ অর্থ খরচ হয়, তার প্রায় অর্ধেক খরচ হয় ইউক্রেনে। শুধু তাই নয়, বেসরকারি মেডিকেল কলেজগুলিতে একদিকে যেমন আসন সংখ্যাও বেশি, তেমনই বেতনও অনেকটাই কম।

স্কলারশিপের সুবিধা

ইউক্রেনের বেসরকারি মেডিকেল কলেজে বিভিন্ন স্কলারশিপের(Scholarships) সুবিধাও পান ভারতীয় পড়ুয়ারা। ফলে খরচের পরিমাণ আরও কমে যায়। 

আন্তর্জাতিক স্বাস্থ্য কাউন্সিলের স্বীকৃতি 

মেডিকেল পড়ার জন্য ইউক্রেনকে(Ukraine) বেছে নেওয়ার একটা বড় কারণ হল ইউক্রেনের কলেজগুলি বিশ্ব স্বাস্থ্য কাউন্সিল দ্বারা স্বীকৃত। অন্যদিকে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলও, বিশ্ব স্বাস্থ্য কাউন্সিলের স্বীকৃতিকে মান্যতা দেয়। ফলে ভারতে এই ডিগ্রির যথেষ্ট চাহিদা রয়েছে। শুধু তাই নয়, ইউক্রেনের কলেজগুলিকে পাকিস্তান(Pakistan) মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, ইউরোপিয়ান কাউন্সিল অব মেডিসিন এবং ব্রিটেনের মেডিকেল কাউন্সিলও মান্যতা দেওয়ায়, দেশের বাইরেও চিকিৎসকদের কাজ পেতে এবং মোটা টাকা আয় করতে কোনও সমস্যা হয় না। এই সমস্ত বিষয় মাথায় রেখেই মেডিকেল পড়তে ইউক্রেনে ছুটে যায় ভারতীয় পড়ুয়ারা(Indian Students)।

Ukraine-Russia CrisisWorld Health Organisationmedical studentUkraine crisis

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির