মহালয়ার দিনেই মহাকাশে দেখা যাবে বিরল দৃশ্য। এই দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন দক্ষিণ ও মধ্য আমেরিকা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয়রা। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘রিং অফ ফায়ার’, আংশিক সূর্যগ্রহণের এই অবস্থাকে দেখতে অনেকটা জ্বলন্ত আংটির মতো লাগে। ২০১২ সালের পর আবার এই দৃশ্য দেখা যাবে।
Israel-Hamas war: হামাস-ইজরায়েলের যুদ্ধের আবহে তেল আবিবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন
এক্ষেত্রে শনিবার সূর্যের সামনে এসে উপস্থিত হবে চাঁদ। তাই সূর্যের অধিক অংশ চলে যাবে সূর্যের পিছনে। তাই দূর থেকে বৃত্ত বা বলয় আকারে দেখা যাবে সূর্যকে। চাঁদ পুরোপুরি ঢাকতে পারবে না সূর্যকে, তাই এই অংশকে আগুনের বলয়ের মতো দেখাবে।