বিশ্ব ক্যানসার দিবস সামনেই। তার আগে ক্যানসার সংক্রান্ত নয়া সতর্কতা জারি করল WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যানসার এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, ২০৫০ সালের মধ্যে ৭৭ শতাংশ বৃদ্ধি পাবে ক্যানসার আক্রান্তের সংখ্যা। প্রতি বছর সাড়ে তিন কোটি মানুষ আক্রান্ত হবেন ক্যানসারে। এর প্রধান কারণগুলির মধ্যে পরিবেশ এবং জীবনধারণের সমস্যাকে দায়ী করেছে WHO। অত্যধিক ধূমপান এবং মদ্যপানও এর নেপথ্যের বড় কারণ।
১১৫টি দেশজুড়ে সমীক্ষা চালিয়েছে WHO। সেই সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে এক ভয়াবহ তথ্য। অধিকাংশ দেশই ক্যানসারের চিকিৎসার জন্য যথাযথ অর্থ বরাদ্দ করে না। আগামী ২৫ বছরের মধ্যে ক্যানসার বৃদ্ধি পাবে ৭৭ শতাংশ- এই কথাও ওই রিপোর্ট থেকেই জানা গিয়েছে।