সংসদের শীত অধিবেশনে বইতে পারেন বিক্ষোভের ঝড়ো হাওয়া। শনিবার সরকারের ডাকা সর্বদল বৈঠকে যোগ দিয়ে সেই ইঙ্গিত দিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। মহুয়া প্রসঙ্গ সহ এদিন মোট ছয় দফার দাবি তুলেছে তৃণমূল। আলোচনা না করে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই তিনটি বিল যাতে সংসদে যাতে পাশ করানো না হয়, সেই দাবিও করা হয়েছে।
সূত্রের খবর, সরকারের ডাকা সর্বদলে তৃণমূলের প্রশ্ন কীভাবে লোকসভায় পেশের আগে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে এথিক্স কমিটির রিপোর্ট সংবাদমাধ্যমে ফাঁস হয়ে গেল ? এদিন বৈঠকে ছিলেন লোকসভা ও রাজ্যসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়েন। তৃণমূল জানিয়েছে, তারা সুষ্ঠভাবে সংসদ চলার পক্ষে। কিন্তু সরকার অনৈতিক ভাবে কোনও কিছু করলে তার বিরোধিতা করা হবে।
এদিনের বৈঠক থেকেও রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, বৈঠকে বাংলার শাসক দল দাবি করেছে, কোনও ভাবেই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তারা চুপ থাকবে না। এই অধিবেশনেও সংসদের ভিতরে ও বাইরে তার প্রতিবাদ চলবে।