যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে হাড়হিম করা ভিডিয়ো রেকর্ড করলেন এক ব্লগার। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারখিভে ওই ভিডিয়ো রেকর্ড করার সময়ই এয়ার স্ট্রাইক হয়। সেই এয়ার স্ট্রাইকের সরাসরি ভিডিয়ো ধরা পড়ে ওই ব্লগারের রেকর্ডারে।
ভিডিয়োতে দেখা যায়, নিকিতা দেমেনকোভ নামের ওই ব্লগার ভিডিয়ো করে তাঁর ভক্তদের জানাচ্ছিলেন কীভাবে তাঁদের পাঠানো অনুদান কীভাবে কাজে লাগাবেন তিনি। ওই সময় তাঁর মাথার বেশ খানিকটা উপরেই একটি মিসাইল বিস্ফোরণ হয়।
ওই বিস্ফোরণের পরেই তিনি নিজেকে বাঁচানোর জন্য আশ্রয়ের খোঁজে ছুটতে আরম্ভ করেন।
প্রসঙ্গত, খারখিভের পূর্বদিককে ঘিরে ফেলেছে রুশবাহিনী। ক্রমাগত বোমাবর্ষণ এবং এয়ার স্ট্রাইকে রীতিমত বিপর্যস্ত ওই শহর।
যদিও, তারা সাধারণ মানুষের ওপর কোনও আক্রমণ চালাচ্ছে না বলেই দাবি মস্কোর। কেবল সামরিক ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই হামলা বলে দাবি করছে তারা।