১২ নভেম্বর, ২০২৩। উত্তরকাশী থেকে খবর পাওয়া গিয়েছিল, সুড়ঙ্গের কাজ করতে গিয়ে আটকে পড়েছেন ৪১ জন শ্রমিক। সেই বিভীষিকার ছবি শনিবার সামনে এসেছে। ভাইরাল রয়েছে সোশাল মিডিয়া। এই ভিডিও সত্যতা স্বীকার করেনি এডিটরজি বাংলা। ভিডিও দেখা যাচ্ছে, দীপাবলির দিনের ওই ঘটনায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে সুড়ঙ্গের একটি অংশ। যা আটকে দিচ্ছে মূল ফটককে।
এরপর টানা ১৭ দিন ধরে চলেছিল উদ্ধার লড়াই। বিদেশি খনন যন্ত্র থেকে বিশেষজ্ঞ-- সব এনে উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে ৪১ শ্রমিককে উদ্ধারে দিন-রাত এক করে দেওয়া হয়েছিল। দাবি করা হচ্ছে ভারতের উদ্ধারের ইতিহাসে এটা ছিল সবচেয়ে দীর্ঘ লড়াই। যা অবশেষ গত মঙ্গলবার সম্পন্ন হয়েছে।
উদ্বেগ কেটেছে গোটা দেশের। শেষ পর্যন্ত কাজে লেগে এক নিষিদ্ধ অস্ত্র। যার জেরেই সম্ভব হয়েছে বাংলার তিন-সহ ৪১ জনকে বাইরে আনার কাজ। বন্ধ সুড়ঙ্গে থাকা শ্রমিকদের সাহসের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। কুর্নিশ করেছেন তাঁদের পরিবারকে। প্রধানমন্ত্রীকে তাঁদের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকরাও।