মার্কিন যুক্তরাষ্ট্রের রাজপথে এবার দেখা মিলল নগ্ন মহিলা বন্দুকবাজের।জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়া হাইওয়েতে। গাড়ি নিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত মহিলা। আচমকাই তিনি গাড়ি থামিয়ে রাস্তায় নামেন। হাতে ছিল ছুরি। তিনি চিৎকার করছিলেন। খানিক পরে গাড়িতে ঢুকে ফের সামনের দিকে এগিয়ে যান। একটি টোল প্লাজায় পৌঁছে ফের গাড়ি থামান তিনি। এরপর গাড়ি থেকে তিনি সম্পূর্ণ নগ্ন অবস্থায় নেমে আসেন হাতে বন্দুক নিয়ে।
তারপরই অন্যান্য গাড়িগুলির উপরে গুলি চালাতে শুরু করেন ওই মহিলা। চারপাশে চলতে তাকা বহু গাড়িই ওই সময় থেমে যায় মহিলার চিৎকার ও গুলি চালানো দেখে। ঘটনার কথা জানতে পেরেই দ্রুত এলাকায় হাজির হয়ে যায় পুলিশ। তাঁকে বন্দুক নামিয়ে রাখতে নির্দেশ দেওয়া হয়। প্রথমে আপত্তি করলেও পরে ওই অভিযুক্ত মহিলা আত্মসমর্পণ করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলা মানসিক অসুখে ভুগছেন।