হামাসের হামলায় পাশের থাকার মৌখিক আশ্বাস আগেই দিয়েছিল 'বন্ধু রাষ্ট্র' মার্কিন যুক্তরাষ্ট্র। এ বার সরাসরি ইজরায়েলকে সমর্থন জোগাতে যুদ্ধজাহাজ পাঠানোর কথা ঘোষণা করল বাইডেনের দেশ।
রবিবার আমেরিকার তরফে জানানো হয়, হামাসের হামলায় প্রাণ গিয়েছে সে দেশের বহু নাগরিকের। পেন্টাগনের তরফে জানানো হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন রবিবারই ইজ়রায়েলে রণতরী এবং যুদ্ধজাহাজ পাঠানোর নির্দেশ দিয়েছেন।
Israel-Palestine Conflict: গাজায় নিহত চারশোর বেশি বন্দুকবাজ, জানাল ইজরায়েল ডিফেন্স ফোর্স
আমেরিকার সরাসরি অংশগ্রহণের ফলে ইজ়রায়েল বনাম হামাসের লড়াই আরও ব্যাপক হতে চলেছে বলেই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই দু’পক্ষ মিলিয়ে নিহতের সংখ্যা ১১০০ ছুঁয়েছে।