বেলিজে ডেস্টিনেশন ওয়েডিং (Destination Wedding) । সব প্রস্তুতি শেষ । পাত্রী এবং কনেপক্ষ পৌঁছানোর অপেক্ষা মাত্র । কিন্তু, শেষ পর্যন্ত নিজের বিয়েতেই পৌঁছতে পারলেন না কনে । আচমকা বিমান বাতিল হয়ে যাওয়ায় এই বিপত্তি (Viral News) । ঘটনার জেরে কনেপক্ষ প্রায় ৭০ ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে । ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৭ লাখ টাকা ।
পাত্রীর নাম কেটি ডেমকোর । জানা গিয়েছে, সেন্ট লুইস মিসৌরি বিমানবন্দর থেকে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ বেলিজে যাওয়ার কথা ছিল তাঁর । সঙ্গে ছিল কনেপক্ষ । কিন্তু আচমকাই বিমানটি বাতিল হয়ে যায় ।সাউথওয়েস্ট সংস্থার বিমানের পাইলট জানিয়ে দেন বিমানকর্মীর অভাবেই তাঁকে আচমকা বিমান বাতিলের সিদ্ধান্ত নিতে হচ্ছে । অন্য বিমানে বেলিজে যাওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা । কিন্তু কোনও বিমানই সেই মুহূর্তে ছিল না ।
আরও পড়ুন, Lionel Messi :'ক্ষমা করবেন, আমি ভুল করেছিলাম', কেন বললেন লিওনেল মেসি ?
কনের অভিযোগ, সাউথওয়েস্ট বিমান বাতিলের জন্য কোনও ক্ষতিপূরণ দেয়নি। এমনকী, বিয়ের জন্য যে রিসর্ট বুক করা হয়েছিল, সেখান থেকেও কোনও ক্ষতিপূরণ পাননি । বিয়ে তো সময়ে হলই না, তার উপর সবমিলিয়ে তাঁদের ক্ষতির পরিমাণও লাখ লাখ টাকা ।