নাবালক ছাত্রদের কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক, কাউকে আবার যৌন হেনস্থা। ৬ শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় কড়া পদক্ষেপ নিল মার্কিন পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মার্কিন মুলুকে পড়ে গেছে শোরগোল।
স্কুল শিক্ষিকাদের এই আচরণের কথা অভিভাবকদের জানায় ভুক্তভোগী ছাত্ররা। এরপর অভিভাবকদের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষিকাদের গ্রেফতার করা হয়েছে।
Roosha Chatterjee: বিয়ের পরই অশান্তি? টেলি অভিনেত্রীর পোস্ট করা ছবিতে কীসের আভাস?
ছাত্রদের সংগে জোর করে শারীরিক সম্পর্ক, ছাত্রদের বাড়িতে ডেকেও যৌনাচারের অভিযোগ গ্রেফতার হওয়া শিক্ষিকাদের বিরুদ্ধে। উডলন এলিমেন্টারি স্কুলের শিক্ষিকা ৩৮ বছরের এলেন শেলের বিরুদ্ধে ১৬ বছরের দুই ছাত্রের সঙ্গে যৌন সঙ্গমের অভিযোগ।
আরকানসাসের একটি স্কুলের শিক্ষিকা হেলদার হেরের বিরুদ্ধে এক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছে।
ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওকলাহোমার শিক্ষিকা এমিলি হ্যানকককে। একই অভিযোগ উঠেছে ক্রিস্টেন গ্যান্ট নামে একজন ইংরেজি শিক্ষিকার বিরুদ্ধে। ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভার্জিনিয়ার জেমস ম্যাডিসন হাইস্কুলের একজন শিক্ষিকাকেও।