টিকটকের ট্রেন্ড ফলো করতে গিয়ে প্রাণটাই দিয়ে দিল বছর ১৩-এর ছেলেটা। টিকটকে ট্রেন্ডিং ছিল বেনাড্রিল চ্যালেঞ্জ। শেষমেষ বেনাড্রিলের ওভারডোজেই মৃত্যু হল মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিয়োর কিশোরের।
অতিরিক্ত বেনাড্রিলের প্রভাবে ঘোর লেগে যাবে, হ্যালুসিনেট করবে, চ্যালেঞ্জ ছিল এরকমটাই। নিজের বাড়িতেই বন্ধুদের সঙ্গে সেই চ্যালেঞ্জের ভিডিও করার সময় ১২-১৪ টা ওষুধ গিলে নিয়েছিল জ্যাকব স্টিভেনস। সাথে সাথে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হপ্তা খানেক ভেন্টিলেটর সাপোর্টে থাকার পর মৃত্যু হয় স্টিভেন্স-এর।
Virat Kohli: বিরাটের আচরণে ক্ষুব্ধ বোর্ড, জরিমানা স্বরূপ কাটা হল পারিশ্রমিক
টিকটক এবং আরও নানা জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ট্রেন্ড সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করের তুলতে এখন প্রচার করছেন স্টিভেন্সের বাবা-মা।