দোকানে তুমুলভাবে ভাংচুর চালাচ্ছে একদল মানুষ। সঙ্গে লুঠপাট। লস অ্যাঞ্জেলেসের হারবার গেটওয়ের একটি ডিপার্টমেন্টাল স্টোরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে হইচই। শুধু দোকানে ভাংচুর চালানোই নয়, চলেছে যথেচ্ছ লুঠপাটও। রাস্তা থেকে একদল মানুষ যেন রীতিমত ঝাঁপিয়ে পড়েছে ওই ডিপার্টমেন্টাল স্টোরে! ইচ্ছেতম চালাচ্ছে লুঠতরাজ। প্রায় সকলেরই মাথা ঢাকা হুডিতে।
সিকিউরিটি ক্যামেরাতে দেখা যাচ্ছে, বিশাল ডিপার্টমেন্টাল স্টোরের সমস্ত একের পর তাক কীভাবে খালি হয়ে যাচ্ছে ক্রমশ! যেন ধানখেতে পঙ্গপালের হানা!
গোটা ঘটনাকে 'উচ্ছৃঙ্খল জনতার তাণ্ডব' বলে ব্যাখ্যা করেছে স্থানীয় পুলিশ। অন্তত ২ জন মানুষ কাউন্টারের ওপর উঠে নির্দ্বিধায় জনতার দিকে ছুড়ে দিচ্ছে ওই স্টোরের একের পর এক সামগ্রী! এ যেন সিনেমায় দেখা জোকারের সাম্রাজ্য!
ইতিমধ্যেই ভিডিয়োটি প্রকাশ করে ওই ঘটনার সঙ্গে জড়িত কারও সন্ধান দিতে পারলে ৫০ হাজার ডলার ইনামের কথাও ঘোষণা করেছে পুলিশ!