US Election: মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলা ব্যালট পেপার! কীভাবে হবে আমেরিকার ভোট, জানুন বিশদে

Updated : Nov 05, 2024 11:13
|
Editorji News Desk

বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশে প্রেসিডেন্ট নির্বাচন বলে কথা! ৫ নভেম্বরের বহু আগে থেকেই সব প্রস্তুতি চলছে গোটা মার্কিন মুলুকে। দেশের প্রাক্তন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টই এবারের নির্বাচনের দুই প্রাধান প্রতিদ্বন্দ্বী। ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস। প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল দক্ষযজ্ঞে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে মার্কিন  ব্যালট পেপারে জায়গা করে নিল বাংলা। 

৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। মূলত দ্বিমুখী এই প্রতিদ্বন্দ্বিতায় লড়াই ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। ভোট দান ৫ নভেম্বর হলেও 'আর্লি ভোট' পদ্ধতি শুরু হয়ে গিয়েছে দিন চারেক আগে থেকেই। নির্বাচনের দিন ভিড় কমানোর জন্য আগেই ভোটগ্রহণের ব্যবস্থা চালু রয়েছে মার্কিন মুলুকে। 

 ২০২০ সালের পরিসংখ্যান বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক লক্ষেরও বেশি বাংলাভাষীর বসবাস, এদের মধ্যে অধিকাংশই বাংলাদেশের।   মূলত ব্রুকলিন, কুইনস এবং ব্রঙ্কস অঞ্চলেই তাঁদের বসবাস। ব্রুকলিনের কেনসিংটন এলাকার একাংশ তো স্থানীয়দের কাছে পরিচিত ‘মিনি বাংলাদেশ’ হিসেবে। গোটা আমেরিকায় লক্ষাধিক বাঙালির ভোটাধিকার রয়েছে, তাঁদের কথা চিন্তা করেই ব্যালটে বাংলা ভাষা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন নিউ ইয়র্ক প্রশাসন।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পদ্ধতিটি বেশ জটিল। সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থীই প্রেসিডেন্ট হয়ে যাবেন, বিষয়টা এত সরল নয়। আমেরিকায়, রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ন্যুনতম বয়স ৩৫। কমপক্ষে ১৪ বছরের জন্য আমেরিকার বাসিন্দা হতে হবে প্রেসেডিন্টের পদপ্রার্থী হওয়ার জন্য।

ইলেক্টোরাল কলেজ সিস্টেমের মাধ্যমে প্রেসিডেন্ট বাছা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। ৫৩৮ জন ইলেক্টরের ভোট দিয়েই নির্ধারিত হয় প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট কে হবেন। সে ক্ষেত্রে ম্যাজিক ফিগার ২৭০। অর্থাত্‍ প্রেসিডেন্ট হতে গেলে প্রার্থীকে ন্যূনতম ২৭০টি ভোট পেতেই হবে। 

৫ নভেম্বরের নির্বাচনের আগেই আমেরিকার ৪০টি প্রদেশে শুরু হয়ে গিয়েছে ব্যালট সংগ্রহ করে আগাম ভোটদানের পালা। আমেরিকার সবচেয়ে জনবহুল প্রদেশ ক্যালিফোর্নিয়ার ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৫৪, সবচেয়ে ছোট প্রদেশ ওয়াওমিংয়ের ভোট সংখ্যা ৩। এক এক প্রদেশে যে প্রার্থী সবচেয়ে বেশি সংখ্যক ভোট পাবেন, সেই প্রদেশের সব কটি ভোটই ওই প্রার্থীর নামে গণ্য হবে। 

 ক্যালিফোর্নিয়ায় ৫৪ টির মধ্যে অধিকাংশ ভোট কমলা হ্যারিসের নামে পড়লে পুরো ৫৪ টি ভোটই, হ্যারিসের হয়ে যাবে। জনমত সমীক্ষা বলছে,  ইলেক্টোরাল কলেজের ভোটে এগিয়ে ট্রাম্প-ই। 

সব ইলেক্টররা প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবেন আগামী ডিসেম্বরে। জানুয়ারি মাসের ৬ তারিখে হবে গণনা। তারপর  প্রেসিডেন্টের নাম ঘোষণা হবে আনুষ্ঠানিক ভাবে। ২০ জানুয়ারি হোয়াইট হাউজে দায়িত্ব নেবেন নব নির্বাচিত মার্কিন প্রসিডেন্ট। 

President

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির