ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার তিনি জানিয়েছেন, এই ঘটনা তাঁকে এবং তাঁর পরিবারকে নাড়িয়ে দিয়ে গিয়েছে। এত মানুষের মৃত্যুর খবরে তিনি এবং ফার্স্ট লেডি দু জনেই শোকস্তুপ্ত। নিহত পরিবারদের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই ব্যাপারে যে কোনও সাহায্যের জন্য আমেরিকা তৈরি বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেপ্টেম্বরেই মার্কিন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছে পাকিস্তান এবং আফগানিস্তান। এমনকী, ভারতের পাশে থাকারও আশ্বাস দিয়েছে তালিবানরা। এছাড়াও দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে ইসলামাবাদ।
পাকিস্তানের বিদেশমন্ত্রী একটি বিবৃতি প্রকাশ করেছেন। তাতে তিনি বলেছেন, ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বহু। মৃতের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। অন্যদিকে তালিবানদের বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশ করা বিবৃতিতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর তরফেও শোকপ্রকাশ করা হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল বর্তমানে ভারত সফরে রয়েছেন। তিনিও দুর্ঘটনার খবর পেয়ে শোকাহত।