হোয়াইট হাউজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন । সেইসঙ্গে এলাহি ডিনারেরও আয়োজন করা হয়েছে । শুধু তাই নয়, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির তরফে অভিনব উপহারও দেওয়া হবে মোদীকে ।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, বাইডেন মোদীকে একটি আমেরিকান ভিনটেজ ক্যামেরা এবং আমেরিকান ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফির উপর একটি বই উপহার দেবেন । আর ফার্স্ট লেডি জিল মোদিকে 'রবার্ট ফ্রস্টের সংগৃহীত কবিতা'-এর একটি স্বাক্ষরিত, প্রথম সংস্করণের অনুলিপি দেবেন। এছাড়া, বিশ শতকের গোড়ার দিকে একটি হস্তনির্মিত, অ্যান্টিক আমেরিকান বইও উপহার হিসেবে পাবেন প্রধানমন্ত্রী ।
হোয়াইট হাউজে নৈশভোজের আয়োজনও ছিল এলাহি । মেনুতে প্রধানমন্ত্রীর জন্যই নিরামিষ পদ রাখা হয় । স্টেট ডিনারের অতিথি শেফ নিনা কার্টিস তৈরি করেন বিশেষ পদগুলি । যার ছবি ইতিমধ্যে ভাইরাল। জানা গিয়েছে, নৈশভোজের মেন কোর্সে রয়েছে ম্যারিনেটেড মিলেট, গ্রিলড কর্ন কার্নেল স্যালাড, কমপ্রেসড তরমুজ এবং ট্যাঙ্গি অ্যাভোকাডো সস, স্টাফড পোর্টোবেলো মাশরুম ইত্যাদি । উল্লেখ্য, ২২ জুন অর্থাৎ আজই আমেরিকান কংগ্রেসে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ।