US kills Al Qaeda Chief: মার্কিন ড্রোন হামলায় নিহত আল কায়দার শীর্ষনেতা জওয়াহিরি

Updated : Aug 09, 2022 11:25
|
Editorji News Desk

মাথার দাম ধরা হয়েছিল ২.৫ কোটি ডলার। কাবুলে মার্কিন ড্রোন হানায় ৯/১১ হামলার অন্যতম চক্রী তথা আল কায়দা প্রধান সেই আয়মান আল-জাওয়াহিরি নিহত হয়েছেন। আল কায়দা প্রধানের নিহত হওয়ার খবর নিশ্চিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উল্লেথ্য, ১৯৮৮ সালে পাকিস্তানের পেশোয়ারে ওসামা বিন লাদেনের সঙ্গে যৌথভাবে আল কায়দা প্রতিষ্ঠা করেছিলেন এই মিশরীয় চিকিৎসক জওয়াহিরি। ২০১১ সালে পাকিস্তানে নিহত হন আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন। তারপরই জঙ্গি সংগঠনটির রাশ ধরেন জওয়াহিরি। 

মঙ্গলবার টুইটে আল কায়দা প্রধানের নিহত হওয়ার খবর জানান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। টুইট বার্তায় বাইডেন আরও লিখেছেন, "কত দেরি হল, সেটা বড় কথা নয়, কোথায় লুকিয়ে থাকার চেষ্টা করেছিলে, তাতেও ফারাক পড়ে না। আমরা ঠিক খুঁজে বার করবই। যারা আমাদের ক্ষতি করতে চায়, তাদের থেকে আমেরিকার মানুষকে রক্ষা করার সংকল্প জারি রেখেছে আমেরিকা। শেষ পর্যন্ত ন্যায়বিচার দেওয়া গেল।’’ 

আরও পড়ুন- Pakistan:আর্থিক সংকটে বেহাল পাকিস্তানে এখন মোষের থেকে সিংহ সস্তা

বাইডেন প্রশাসন সূত্রে খবর, ৩১ জুলাই কাবুলের একটি বাড়িতে ড্রোন হামলা চালিয়েছ জওয়াহিরিকে (Ayman al-Zawahiri) খতম করা হয়েছে। ওই জঙ্গিনেতাকে হত্যা করতে আফগানিস্তানের মাটিতে মার্কিন সেনার জওয়ানরা পা দেননি। তাঁদের মতে, ২০২০ সালে দোহাতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে তালিবানের সঙ্গে আমেরিকার যে চুক্তি সই হয়েছিল, কাবুলে আল-জওয়াহিরির উপস্থিতি স্পষ্টতই সেই চুক্তি লঙ্ঘন করেছে। ৩১ অগস্ট ২০২১-এ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর জঙ্গি নিকেশ করতে এই প্রথম আকাশ পথে অভিযান চালালো আমেরিকা। 

এর আগেও আরব নিউজ জানিয়েছিল, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিল আল কায়দা প্রধান। মার্কিন হামলার ভয়ে চিকিৎসার জন কোথাও যেতে পারছিলেন না তিনি। তাই একপ্রকার বিনা চিকিৎসায় আফগানিস্তানের গোপন ডেরায় মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু বছর ঘুরতে দেখা যায়, জওয়াহিরির মৃত্যুর খবর স্রেফ রটনা ছিল। এবার ফের জওয়াহিরির মৃত্যুর খবর প্রকাশ্যে আসতে তাই জল্পনা তৈরি হয়েছে।

joe bidenAl QaedaWorld Newsal Zawahiri

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির