কাজ করার সময় ল্যাপটপ বা কম্পিউটারের ক্যামেরা সবসময় অন রাখতে হবে । এমনটাই শর্ত দিয়েছিল আমেরিকার এক সংস্থা । কিন্তু,এই শর্ত মেনে নেননি সংস্থার এক কর্মী । সেকারণে তাঁকে বরখাস্ত করা হয় । এবার ওই কর্মীকে বরখাস্ত করার জন্য আমেরিকার সংস্থাকে ৭২ হাজার মার্কিন ডলার জরিমানা করল আদালত । ভারতীয় মুদ্রায় যার মূল্য় প্রায় ৬০ লাখের কাছাকাছি ।
নেদারল্যান্সের বাসিন্দা ওই কর্মী আমেরিকার একটি আইটি কোম্পানিতে চাকরি করতেন । ওই সংস্থায় চালু ছিল ওয়ার্ক ফ্রম হোম । কিন্তু, ওই কর্মীর অভিযোগ, তার সংস্থা শর্ত দিয়েছিল সারা দিনব্যাপী কাজের সময় কম্পিউটার বা ল্যাপটপের ওয়েব ক্যামেরা চালু রাখতে হবে । কিন্তু, সেই শর্ত তিনি মেনে নেননি । কাজ করার সময় ওয়েব ক্যামেরা বন্ধ রেখেছিলেন । এর জন্য তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয় ।
আদালত জানিয়েছে, ওই কর্মী ওয়েব ক্যামেরা বন্ধ রেখে কোনও ভুল কাজ করেননি । প্রত্যেক ব্যক্তির নিজের গোপনীয়তা বজায় রাখার অধিকার আছে । সেক্ষেত্রে, ব্যক্তিগত পরিসরে গোপনীয়তা লঙ্ঘন এবং অনৈতিক ভাবে এক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য আমেরিকার ওই সংস্থাকে জরিমানা করল আদালত ।