রাষ্ট্রসংঘে (United Nations) হিন্দি ও উর্দুর পাশাপাশি বাংলা ভাষাকেও (Bengali Language) যোগাযোগের কাজে ব্যবহার করার প্রস্তাব পেশ করা হল। রাষ্ট্রসংঘের সাধারণ সভার (General Assembly) ৭৬তম অধিবেশনে গৃহীত হয়েছে প্রস্তাবটি।
এখনও পর্যন্ত রাষ্ট্রসংঘে যে ৬টি ভাষা স্বীকৃতি পেয়েছে সেগুলি হল আরবি, চিনা, ইংরেজি, ফরাসি, রুশ ও স্প্যানিশ। কিন্তু এর বাইরেও অন্য ভাষাভাষীর মানুষের কাছে রাষ্ট্রসংঘের কার্যকলাপের তথ্য পৌঁছে দিতে আরও কিছু ভাষার সাহায্য নিতে উদ্যোগী হয়েছে রাষ্ট্রসংঘ। সেই কারণেই হিন্দি, উর্দু ও বাংলা ভাষা ব্যবহারের প্রস্তাব পেশ করা হয়েছিল যা গৃহীত হয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি টি এস তিরুমূর্তি জানিয়েছেন, ‘‘হিন্দি, বাংলা ও উর্দু ভাষা ব্যবহারের প্রস্তাব করা হয়েছে। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”
আরও পডুন: West Bengal Covid 19 Update : একদিনে রাজ্যে করোনা আক্রান্ত ১২৩, মৃতের সংখ্যা শূন্য
রাষ্ট্রসংঘের এই প্রস্তাবে ভারত-সহ ৮০টি দেশ সাড়া দিয়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে রাষ্ট্রসংঘের এই উদ্যোগ বহুভাষাবাদের গুরুত্বকে নতুন করে স্বীকৃতি দিচ্ছে। এই প্রসঙ্গে তিরুমূর্তি বলেন, ”১৯৪৬ সালের ১ ফেব্রুয়ারি রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম অধিবেশনে একটি প্রস্তাব পাশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যতদিন না সারা বিশ্বের সমস্ত মানুষ রাষ্ট্রসংঘের লক্ষ্য ও কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারছে, ততদিন তার উদ্দেশ্য পূর্ণ হবে না। সেই উদ্দেশ্যেই অন্যান্য ভাষা ব্যবহারের এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, আরবি, চিনা, ইংরেজি, ফরাসি, রুশ ও স্প্যানিশ ভাষা রাষ্ট্রসংঘে সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয়। তবে শুধু ইংরেজি ও ফরাসি ভাষাকে রাষ্ট্রসংঘের কাজের ভাষা হিসেবে ব্যবহার করা হয়।