এবার শহরের মেয়রকেও অপহরণ করে নিল রাশিয়ানরা! শুক্রবার ইউক্রেনের শহর মেলিতোপোলের মেয়রকে রুশবাহিনী। ইউক্রেনের পার্লামেন্টের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এই খবরটি শেয়ার করা হয়েছে।
'তাদের সঙ্গে সহযোগিতা করা হচ্ছে না' এই অভিযোগে ১০ জন রুশ সেনা ইভান ফেদোরোভ নামের ওই মেয়রকে অপহরণ করে। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, শহরের মূলকেন্দ্রে খাদ্য সরবরাহের তদারকি করাকালীন গ্রেফতার করা হয় মেয়রকে।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই ঘটনাকে 'আক্রমণকারীদের দুর্বলতা' বলে দাবি করেছেন। তাঁর আরও দাবি, ইউক্রেনের সমস্ত নির্বাচিত প্রার্থীকেই মেরে ফেলতে উদ্যত হয়েছে রাশিয়া। ফেদোরোভকে একজন 'সাহসী মানুষ' বলে অভিহিত করে তাঁর অপহরণকে 'গুরুতর অপরাধ' বলে রাশিয়ার বিরুদ্ধে তোপ দাগেন জেলেনস্কি।