কিভের নাগরিক আবাসনে রাশিয়ান মিসাইল হামলায় (Russian Missile Attack) প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস (Oksana Shvets)। শুক্রবার তাঁর দল 'ইয়ং থিয়েটার' বিবৃতি দিয়ে অভিনেত্রীর নিহত হওয়ার খবর জানিয়েছেন।
'হলিউড রিপোর্টার' সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী ওকসানার বয়স হয়েছিল ৬৭ বছর। কিছুদিন আগেই ইউক্রেনের সর্বোচ্চ সম্মান পান তিনি। থিয়েটারের পাশাপাশি তিনি চলচ্চিত্র জগতের সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর বিখ্যাত কিছু ছবি 'টুমরো উইল বি টুমরো', 'সিক্রেট অপ সেন্ট প্যাট্রিক', 'রিটার্ন অফ মুখতার'। টেলিভিশন শো 'হাউজ উইথ লিলি'-ও বেশ জনপ্রিয়।
আরও পড়ুন: অভিভাবকরা দেশের বাইরে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে সদ্যজাতদের দেখছেন নার্সরাই
গত মাসে রাশিয়ার সঙ্গে যুদ্ধ (Russia Ukraine War) করতে গিয়ে নিহত হন ইউক্রেনের অভিনেতা পাশা লি। ২৪ ফেব্রুয়ারি থেকে সেনা অভ্যুত্থান শুরু করেছে রাশিয়া। তারপর থেকে একাধিক শহরে বোমাবর্ষণ করেছে রাশিয়া। যুদ্ধে নিহত হয়েছে শতাধিক মানুষ। ইউক্রেন সরকারের থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ৬০০ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে সে দেশে। আহত হয়েছেন হাজারের বেশি মানুষ।