ভরসার নাম বিটকয়েন (Bitcoin)। তার জোরেই আমেরিকা (USA), ন্যাটো (NATO), ইউরোপীয় ইউনিয়ন (EU) সহ পশ্চিমী দেশগুলির যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপ হেলায় উড়িয়ে দিচ্ছে রাশিয়া (Russia)।
বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তারপরেই নতুন করে আর্থিক নিষেধাজ্ঞার কোপে পড়েছে রাশিয়া। বেশ কয়েকটি রুশ ব্যাঙ্ক, বেশ কিছু সরকারি-বেসরকারি আর্থিক সংস্থা, একাধিক রুশ শিল্পপতি এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে আর্থিক লেনদেনে বিধিনিষেধ জারি করা হয়েছে। তবে তাতে বিশেষ হেলদোল নেই মস্কোর। কারণ, ক্রিপ্টোকারেন্সির উপর নির্ভর করেই আর্থিক নিষেধাজ্ঞার থাবা থেকে রেহাই পেতে চাইছে তারা। এ ক্ষেত্রে বড় সহায় বিটকয়েন।
আরও পড়ুন: Ukraine Crisis: ইউক্রেনে আটকে সোনারপুরের পুস্পক, চিন্তায় ঘুম উড়েছে কামরাবাদের স্বর্ণকার পরিবারের
ডিজিটাল মুদ্রা বিশেষজ্ঞদের মতে, রুশ নাগরিকদের ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের পরিমাণ অনেকটাই বেড়েছে৷ আমেরিকাও এই সমস্যা সম্পর্কে ভালভাবে অবগত। কারণ, কয়েক মাস আগেই মার্কিন অর্থদফতর জানিয়েছিল, ডিজিটাল মুদ্রাগুলি আমেরিকান নিষেধাজ্ঞার কার্যকারিতা কমিয়ে দিচ্ছে।