যুদ্ধের চতুর্থ দিনে রাশিয়ার(Russia-Ukraine Talk) সঙ্গে আলোচনায় রাজি হল ইউক্রেন। এর আগে ইউক্রেন জানিয়েছিল বেলারুশের রাজধানী মিন্সক ছাড়া অন্য যেকোনো নিরপেক্ষ স্থানে আলোচনায় রাজি তারা। বেলারুশ-ইউক্রেন সীমান্তে প্রিপেয়াট নদির তীরে আলোচনায় রাজি দু'দেশ।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির (zelensky) সঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর (Lukashenko) ফোনে কথা হয়ার পরই আলোচনায় রাজি হন জেলেন্সকি।
আগে আলোচনার বিকল্প স্থান হিসাবে ওয়ারশ (Warsaw), ব্রাতিস্লাভা (Bratislava), ইস্তানবুল (Istanbul), বুদাপেস্ট (Budapest) অথবা বাকু (Baku)-র নাম প্রস্তাব করেছেন জেলেনস্কি (Volodymyr Zelenskyy) । আরও জানানো হয়েছিল, বেলারুশের মাধ্যমেই রাশিয়া ইউক্রেনের উপর তাদের আক্রমণ শুরু করে, সেই কারণেই সেখানে আলোচনায় রাজি নয় ইউক্রেন