কালী বিতর্কে পিছু হঠল ইউক্রেন সরকার। গত রবিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি ছবি পোস্ট করা হয়। যা নিয়ে বিতর্কের আঁচ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অভিযোগ, নেট দুনিয়ায় হিন্দু দেবতার অবমাননাকর ও বিকৃত ছবি পোস্ট করেছে ইউক্রেন। গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়ে টুইট করেছেন ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী এমিন ঝেপার।
এমিন তাঁর টুইটে লেখেন, "ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের টুইটে মা কালীকে বিকৃতভাবে দেখানো হয়েছিল। সেই টুইটের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ইউক্রেনের নাগরিক ভারতীয় সংস্কৃতিতে সম্মান করে। আমাদের প্রতি ভারতের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।"
ঘটনার সূত্রপাত একটু টুইট নিয়ে। টুইটারে একটি আর্টওয়ার্ক শেয়ার করে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক। তার সঙ্গে হিন্দু দেবতা কালীর মিল পান নেটিজেনরা।