রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই এবার নয়া দাবি রুশ প্রশাসনের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার ছক কষছে ইউক্রেন। এমনকি, এই উদ্দেশ্যেই বুধবার ক্রেমলিনে পুতিনের বাসভবনে ড্রোন হামলা চলে বলে অভিযোগ রাশিয়ার। তবে এই হামলার আগেই দুটি ড্রোনকে অকেজো করে দেয় রুশ প্রতিরক্ষামন্ত্রক। এই ঘটনার পর ‘সঠিক সময়ে প্রত্যাঘাত’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো।
জানা গিয়েছে, এই হামলার সময় বাসভবনে ছিলেন প্রেসিডেন্ট পুতিন। তবে ড্রোন হামলায় তাঁর বাসভবনের কোনও ক্ষতি হয়নি। মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, বুধবার পুতিন তাঁর বাসভবনে কাজ করছিলেন। ক্রেমলিনের তরফে এই হামলাকে একটি পরিকল্পিত সন্ত্রাস এবং রাশিয়ার প্রেসিডেন্টের ওপর হামলার চেষ্টা বলে ব্যাখ্যা করেছে। মস্কোর ওপর দিয়ে কোনও বিমান কিংবা ড্রোন ওড়ায় নিষেধাজ্ঞা জারি করেছেন রাশিয়া।
আরও পড়ুন- Serbia Firing: ক্লাসরুমে এলোপাথাড়ি গুলি সপ্তম শ্রেণির পড়ুয়ার, মৃত্যু ৮ সহপাঠীর, আহত শিক্ষক