ইংল্যান্ডের ক্রিকেট দলে খেলতে চান ঋষি সুনক। বেন স্টোকসদের সঙ্গে নেট প্র্যাকটিসেও দেখা গেল ব্রিটেনের প্রধানমন্ত্রীকে। যা নিয়ে রীতিমতো হইচই সোশ্যাল মিডিয়ায়। কী হয়েছে ব্যপারটা?
আসলে রাজনীতি ও কূটনৈতিক ক্রিয়াকলাপে ব্যস্ত রয়েছেন ঋষি সুনক। দেশের ক্রিকেটে ৩৫ মিলিয়ন পাউন্ড লগ্নি করছেন যাতে আরও বেশি তরুণ খেলার সুযোগ পান। সেই সূত্রেই ইংল্যান্ডের ক্রিকেট দলের তারকাদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী। ব্যাট হাতে ৭০০ উইকেটের মালিক অ্যান্ডারসনকে সামাল দিয়েছেন। যা দেখে রীতিমতো তাজ্জব নেটিজনরা।
আরও পড়ুন - লোকসভা নির্বাচনে কলকাঠি নাড়ছে চিন, ব্যবহার করছে AI, দাবি মাইক্রোসফটের রিপোর্টে
এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সুনক ক্যাপশনে লিখেছেন, 'আমি কি ইংল্যান্ড দল থেকে ডাক পাওয়ার জন্য তৈরি?' মজা করে তাঁর প্রশ্নের উত্তর দিয়েছে ক্রিকেট ইংল্যান্ড। জবাবে লেখা হয়েছে, 'নিশ্চয়ই। আর কয়েকটা সেশন শুধু প্র্যাকটিস দরকার।'