আমেরিকার (America) আকাশে একের পর এক সন্দেহজনক উড়ন্ত বস্তু নিয়ে বিতর্ক তৈরি হয়েছে । আমেরিকার সরকারের কাছে ভিনগ্রহীদের যানও রয়েছে বলে দাবি তুলে সংবাদ শিরোনামে এসেছিলেন প্রাক্তন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ডেভিড গ্রুশ । এবার ওয়াশিংটনে একটি হাউস ওভারসাইট সাবকমিটির সামনে দাঁড়িয়ে শুনানি চলাকালীন একই দাবি করলেন তিনি । সেইসঙ্গে তথ্য গোপনেরও অভিযোগ তুলেছেন ।
তাঁর আরও দাবি, উএফও (UFO Hearing ) আছড়ে পড়ার স্থানে 'নন-হিউম্যান বায়োলজিকস' পাওয়া গিয়েছে । অর্থাৎ, এলিয়েনদের দেহ পাওয়া গিয়েছে আমেরিকায় । যদিও সেই দাবি অস্বীকার করেছে পেন্টাগন ।
আরও পড়ুন, US reaction on Manipur: তারা 'হতবাক ও আতঙ্কিত', মণিপুরের ঘটনায় প্রতিক্রিয়া দিল মার্কিন যুক্তরাষ্ট্র
গ্রুশ আরও বলেন, মার্কিন সরকার একটি "মাল্টি-ডিকেড" প্রোগ্রাম পরিচালনা করেছে যা বিধ্বস্ত ইউএফওগুলিকে সংগ্রহ করে এবং প্রকৌশলীকে বিপরীত করার চেষ্টা করেছিল । তাঁর অভিযোগ, সরকার মার্কিন কংগ্রেস থেকে এলিয়েনদের ব্যবহারকারী যান নিয়ে তথ্য প্রমাণ গোপন করছে।
জানা গিয়েছে, শুনানি চলাকালীন মার্কিন সামরিক এবং গোয়েন্দা সংস্থার কর্মীদের মধ্যে যারা প্রত্যক্ষ করেছেন, এদিন তাঁদেরও সাক্ষ্য নেওয়া হয় বলে খবর ।
মার্কিন সরকারের কাছে এই বহির্জাগতিক জীবন সম্পর্কে তথ্য আছে কি না জানতে চাওয়া হলে গ্রুশ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত ১৯৩০ সাল থেকে অ-মানব কার্যকলাপ সম্পর্কে সচেতন ছিল ।
ডেভিড গ্রুশ, প্রাক্তন গোয়েন্দা আধিকারিক। তিনি মার্কিন প্রতিরক্ষা দফতরে আনএক্সপ্লেইনড অ্যানোমালাস অকারেন্সেস (ইউএপি) বিশ্লেষণের নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতে রিপাবলিকান নেতৃত্বাধীন তদারকি কমিটি তদন্ত শুরু করে ।