ভিডিয়ো রিল বানাতে গিয়ে পথচারীকে বাইকের ধাক্কা। ঘটনায় মৃত্যু হয়েছে তসলিমা পাঠান নামে এক ৩১ বছর বয়সী মহিলার। ঘটনাটি ঘটেছে পুনে শহরের মহম্মদওয়াদি এলাকায়। অভিযুক্ত আয়ান শেখ এবং জায়েদ জাভেদ শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেল ৫.৩০ নাগাদ দুই যুবক বাইকে চালাতে চালাতে রাস্তায় রিল বানাচ্ছিলেন। সেই সময় তাঁদের বাইকের সঙ্গে তসলিমা নামের ওই ৩১ বছর বয়সী মহিলার ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তাঁর।
আরও পড়ুন - অনুব্রতকে জেরার জন্য বিশেষ দল গঠন ইডির, জেরা করবেন দুঁদে অফিসার সনিয়া নারাং
দুর্ঘটনার পরেই পালিয়ে যান অভিযুক্ত দুই যুবক। সোমবারের এই ঘটনার পর অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।