ছবি একটাই । কিন্তু,পৃথিবী দু'টো (Different World ) । গোটা বিশ্বজুড়ে যেভাবে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে, ধনী আরও ধনী হচ্ছে, গোটা বিশ্বজুড়ে গরিব আরও গরিব হচ্ছে, যেভাবে একশ্রেণির মানুষ অন্য শ্রেণির উপরে আঘাত হানছে, আক্রমণ হানছে, তারই গল্প এই তুর্কি ফোটোগ্রাফার (Turkish Photographer) উগুর গ্যালেনকাসের ছবিতে ।
ছবিগুলিতে কোথাও দেখা যাচ্ছে 'সব পেয়েছি'-র দেশ, কোথাও আবার না পাওয়ার, সব হারানোর যন্ত্রণা । বৈষম্যের ছবি ফুটে উঠেছে । কোনও ছবিতে দেখা যাচ্ছে মেয়েরা পড়াশোনা করে এগিয়ে যাচ্ছে, কিন্তু কোথাও শিক্ষা থেকেই বঞ্চিত হতে হচ্ছে মেয়েদের । কোথাও শিশুরা খেলছে, কোথাও সেই শিশুদের হাতেই হাতুড়ি । কারও হাতে বইয়ের বদলে, গিটারের বদলে বন্দুক । কোথাও পাখিদের কলতানে নতুন সকালের আবাহন, কোথাও গোলা-বারুদ, বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙছে মানুষের । ধনী ও গরিবের এই বৈষম্যের চিত্র অক্সফামের রিপোর্টেও তুলে ধরা হয়েছে ।
আরও পড়ুন, Amyloidosis: অ্যামাইলয়েডোসিসে প্রয়াত পারভেজ মুশারফ, কেমন এই বিরল রোগ, উপসর্গ কী কী ?
বৈষম্য, পৃথিবীকে দু'টো ভাগে ভাগ করে দিয়েছে । একটা পৃথিবীতে সুখ, আনন্দ, প্রেম, ভালবাসা সব রয়েছে । আর এক পৃথিবীতে দুঃখ, না পাওয়া, দারিদ্রতা, ঘৃণা ও হতাশা । এভাবেই দিনের পর দিন বৈষম্যের শিকার হচ্ছে মানুষ । আর সেই বাস্তব চিত্রটাই তাঁর ছবিতে ফুটিয়ে তুলেছেন এই তুর্কি ফটোগ্রাফার । যা এখন নেটদুনিয়ায় ভাইরাল, নেটিজেনদের প্রশংসা কুড়িয়ে নিচ্ছে ।