ফের ভয়াবহ বিস্ফোরণে (Suicide blast in Pakistan) কেঁপে উঠল পাকিস্তানের বালোচিস্তান। শুক্রবার একটি মসজিদে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন (Deaths in suicide blast)। আহতের সংখ্যা ১৩০ জনেরও (Injured in suicide blast) বেশি। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাই, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বালোচিস্তানের (Balochistan) মাস্তুং জেলার মদিনা মসজিদের কাছে ইদের মিছিল উপলক্ষে বহু মানুষ একত্রিত হয়েছিলেন। সেই ভিড়ের মধ্যে ঢুকেই আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণটি ঘটায়।
আরও পড়ুন: খুনের প্রত্যক্ষদর্শীকে অর্ধনগ্ন করে বেল্ট দিয়ে মারধর, ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই শুরু তদন্ত
এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পরেই জরুরি অবস্থা (Emergency) জারি করা হয়েছে বালোচিস্তানের সব হাসপাতালে। গুরুতর আহতদের নিয়ে যাওয়া হচ্ছে কোয়েটার হাসপাতালে। এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বালোচিস্তানের ডিএসপি পদমর্যাদার এক পুলিশ অফিসারেরও মৃত্যু হয়।
বিস্ফোরণস্থলের বেশ কিছু ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ছবি-ভিডিয়োতে বেশ কয়েকটি রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছে।