ফের টর্নেডো। আর তাতে ব্যাপক প্রভাব ফ্লোরিডায়। গাছ পড়ে, গাড়ি উল্টে একেবারে অন্যরকম চেহারা। শহরের প্রায় সব জায়গাই বিপর্যস্ত। শনিবারের রাতেই এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর বলেই স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এরমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও। যেখানে দেখা গিয়েছে শুধু বিপর্যয়ের ছবি। বিশেষ করে দমকা হাওয়ায় তছনচ হয়ে গিয়েছে দামী গাড়ি। কোনও ভিডিও সতত্য যাচাই করেনি এডিটরজি বাংলা।
একাধিক সমাজ মাধ্যমের ভিডিওতে দেখা গিয়েছে কালো আকাশ আর ঝোড়ো হাওয়ার ছবি। সেই সঙ্গে দেখা গিয়েছে রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দামী গাড়ি। আবার কিছু ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে, একটি গাড়ির উপরে আবার একটি গাড়ি। রাস্তায় রয়েছে বিপর্যয়ের চিহ্ন। গাছ থেকে কাচ ভাঙার ছবিও ধরা পড়েছে প্রতিটি ভিডিওতে।