খেলতে খেলতে কখন যেন গভীর অরণ্যে ঢুকে পড়েছিল একরত্তি। বয়স বড়জোর বছর দুয়েক। সঙ্গী বলতে পরিবারের দুই পোষ্য। ওদের সঙ্গেই খেলতে খেলতে পথ হারিয়ে ফেলল খুদে। তারপর কী হল? মিশিগানের এই অবাক করা ঘটনাই রইল আজকের গল্প হলেও সত্যি-তে।
ফেইথর্ন গ্রাম, গ্রামের পাশেই ঘন জঙ্গল। পোষ্যদের সঙ্গে হাঁটতে হাঁটতে সেই জঙ্গলে ঢুকে পড়ে ছোট্ট মেয়েটা। একরত্তি নিখোঁজ বুঝতে পেরে খবর ছড়িয়ে পড়ে। কী হল সেই মেয়ের? বেশ কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর কী দেখা গেল? না, একটি কুকুরকে বালিশ বানিয়ে জঙ্গলেই ঘুমিয়ে পড়েছে মেয়েটি, পাশেই আরেক পোষ্য।
Unusual Story: ৮২ বছরের জীবনে একবারও কোনও মহিলাকে দেখেননি এক পুরুষ
ড্রোন থেকে শুরু করে, পুলিশ কুকুর সবাই ততক্ষণে ছানবিন করে ফেলেছে গোটা জঙ্গল। ছোট্ট মেয়েটিকে কুকুরের গায়ের ওপর নিশ্চিন্তে ঘুমোতে দেখে সবাই অবাক। শারীরিক ভাবেও কোনও সমস্যাই নেই, দিব্যি চাঙ্গা ছিল দুই বন্ধুর সঙ্গে।