এবছর অর্থনীতিতে নোবেল জিতলেন আমেরিকার তিন অর্থনীতিবিদ। বেন বার্নানকে, ডগলাস ডায়মন্ড এবং ফিলিপ ডাইবভিগ। আর্থিক সংকটে ব্যাঙ্কের কার্যক্রম কেমন হওয়া উচিৎ, কোনও দেশের অর্থনীতি ব্যাঙ্কের উপর কী ভাবে নির্ভরশীল এই সমস্ত জটিল সমস্যার সমাধান বাতলে দিয়েই অর্থনীতিতে নোবেল জিতলেন তাঁরা। সোমবার স্টকহোমের রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সে তরফে এই পুরস্কার ঘোষণা করা হয়৷
এর আগে রসায়ন, সাহিত্য, পদার্থবিদ্যায় নোবেল প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। পুরস্কার হিসেবে মোট এক কোটি সুইডিশ ক্রোনর যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭ কোটি টাকা, তিন জনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। অন্যান্য পুরস্কারের মতো অর্থনীতি পুরস্কারটি ১৮৯৫ সালে আলফ্রেড নোবেলের উইলে প্রতিষ্ঠিত হয়নি কিন্তু সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক তার স্মৃতিতে পরে এই বিভাগ শুরু করে৷ অর্থনীতিতে প্রথম বিজয়ী ঘোষিত হয়েছিল ১৯৬৯ সালে।