হলিউডের বিখ্যাত ছবি 'টেন কম্যান্ডান্টস'-এর ততোধিক বিখ্যাত সেই দৃশ্যটি মনে আছে? দু' ভাগ হয়ে যাওয়া সমুদ্রের মাঝে জেগে ওঠা পথ ধরে সাগর অতিক্রম করে নিঃসঙ্গ দ্বীপে পৌঁছে যাচ্ছে মানুষ, পশু এমনকি সারিবদ্ধ গাড়ি? জানেন, এমন রাস্তা সত্যিই রয়েছে এই দুনিয়ায়! ফ্রান্সের এই রাস্তা সমুদ্র ভাগ হয়ে জেগে ওঠে। যার পোশাকি নাম- প্যাসেজ দ্যু গোয়ে। এর বিশেষত্ব কোথায়? ফ্রান্সের মূল ভূখণ্ডের সঙ্গে ন্যয়রমৌটিয়ার দ্বীপের সংযোগ ঘটাতে বোর্নিউফ উপসাগর চিরে চলে গিয়েছে এক চিলতে রাস্তা প্যাসেজ দ্যু গোয়ে। প্রতিদিন মাত্র দু' বার এক থেকে দু' ঘন্টা রাস্তাটি ব্যবহার করা চলে। বাকি সময় ১৩ ফুট জলের নিচে চলে যায় এই পথ।
বিশ্বে এই ধরনের আরও কিছু রাস্তা থাকলে সেগুলি দৈর্ঘ্যে অনেকটা ছোট। অন্যদিকে, প্যাসেজ দ্যু গোয়ে মোট ৪.৫ কিলোমিটার লম্বা। অষ্টদশ শতকে রাস্তার দৈর্ঘ্য আরও বেশি ছিল বলে জানা গিয়েছে।
গাড়িতে এই পথ পাড়ি দেওয়াও এক অনন্য অভিজ্ঞতা। আর যদি দেখেন গাড়ি চালাতে চালাতেই রাস্তাটি ডুবে যাচ্ছে জলে, তখন কী করবেন? চিন্তা নেই! রাস্তার দু'পাশেই রয়েছে একাধিক টাওয়ার। রাস্তাটি ডুবে গেলে, গাড়ি থেকে নেমে সেই টাওয়ারে উঠে পড়তে হবে কোনওভাবে! তবে, সেক্ষেত্রে, গাড়ি যে জল নেমে যাওয়ার পর একেবারে ঠিকঠাক অবস্থায় থাকবে, তার কোনও গ্যারান্টি নেই!