রাত পোহালেই বছরের প্রথম সূর্যগ্রহণ (Solar Eclipse 2023)। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে পৃথিবী। নাসা (NASA) জানিয়েছে, বৃহস্পতিবার এই সূর্যগ্রহণ হাইব্রিড সূর্যগ্রহণ। কেন এমন নাম, কী এর বিশেষত্ব! জেনে নিন বিশদে।
ভারতীয় সময় ভোর ৩টে ৩৪ মিনিট থেকে সকাল ৬টা ৩২ মিনিট পর্যন্ত এই গ্রহণ চলবে। নাসা জানিয়েছে, হাই ব্রিড গ্রহণে সূর্যের আকৃতির থেকে চাঁদের ছায়া ছোট হয়। তাই এই গ্রহণ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে না। দেখা যায় না কোনও রিং। বরং অনেকটা সোনার আংটির মতো দেখা যায় সূর্যকে। তাই এই গ্রহণের নাম দেওয়া হয়েছে হাই ব্রিড সূর্যগ্রহণ।
আরও পড়ুন: প্রবল দাবদাহ, রাজ্যবাসীকে সুস্থ থাকার উপায় বাতলে দিলেন মুখ্যমন্ত্রী
ভারত বা অন্য কোনও দেশ থেকে এই গ্রহণ দেখার কোনও সুযোগ নেই। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল এক্সমাউথ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। ইস্ট ইন্ডিজ, ফিলিপিন্স ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ১৪ অক্টোবর।