হামাসের বিরুদ্ধে যুদ্ধ থামানোর এখন কোনও প্রশ্নই উঠছে না। এমনটাই জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহু। যেমন যুদ্ধ চলছে তেমনই চলবে। ফলে গাজা ভূখন্ডে মৃত্যু মিছিল আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইজরায়েল ও হামাসের যুদ্ধ প্রায় ১ মাস অতিক্রান্ত হতে চলল। মৃতের সংখ্যা ইতিমধ্যে ৮ হাজার ছাড়িয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই নাবালক ও মহিলা রয়েছেন। অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আবেদন জানিয়েছে রাষ্ট্রসংঘ। সোমবার একটি বিদেশি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন নেতানিয়াহু। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, হামাসের বিরুদ্ধে ইজরায়েলের অভিযানের ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সেকারণে, এই অবস্থায় যুদ্ধ থামানোর কোনও প্রশ্নই উঠছে না।
Read More- আরও জটিল পরিস্থিতি, উত্তর গাজায় পৌঁছে গেল ইজরায়েলের সেনাবাহিনী, ভিডিও প্রকাশ
তিনি জানিয়েছেন, হামাসের বিরুদ্ধে ইজরায়েল অভিযান বন্ধ করলে তা হামাসের সামনে ইজরায়েলের আত্মসমর্পন করা হবে। এবং সন্ত্রাসবাদের কাছেও ইজরায়েলের আত্মসমর্পন করা হবে। কিন্তু সেটা কখনই হতে পারে না। জয় না পাওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে জানিয়েছেন নেতানিয়াহু।
উল্লেখ্য, সম্প্রতি ইজরায়েলি সেনার তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে সেনা জওয়ানদের নিয়ে একাধিক গাড়ি উত্তর গাজার দিকে এগোচ্ছে। সেনা জওয়ানরা একাধিক বাড়িতে আশ্রয় নিচ্ছে। যদিও ঠিক কোন জায়গা দিয়ে সেনাবাহিনী এগোচ্ছে তা জানা যায়নি।