বিশ্বজুড়ে যেভাবে ক্রমশ বাড়ছে মাঙ্কিপক্স, তা নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে বলে মঙ্গলবার জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল তেদ্রোস আধানম ঘেব্রেয়েসাস। আগামী সপ্তাহে জরুরি ভিত্তিতে একটি বৈঠক ডেকেছেন তিনি। মাঙ্কিপক্সের সংক্রমণ ফের একটি অতিমারির জন্ম দেবে কি না, তা নিয়ে আলোচনা করে তার ভিত্তিতে 'হু'-এর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
এখনও পর্যন্ত চলতি বছরে ৩৯'টি দেশে মোট ১,৬০০ জন আক্রান্ত হয়েছেন মাঙ্কিপক্সে। আরও প্রায় দেড় হাজার মানুষের শরীরে এই ভাইরাস রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এর মধ্যে সাতটি দেশে বেশ কয়েক বছর ধরেই এই ভাইরাসের সংক্রমণ হচ্ছে। বাকি, ৩২'টি দেশে এই ভাইরাস সংক্রমিত হল প্রথমবার। তবে, যে সাতটি দেশে আগে সংক্রমণ হয়েছে মাঙ্কিপক্সের, সেখানে 'হু'-এর রিপোর্ট অনুযায়ী, মারা গিয়েছেন মোট ৭২ জন।
"মাঙ্কিপক্সের সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। যে কারণে, আগামী সপ্তাহে আমি পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি জরুরি বৈঠকের ডাক দিয়েছি। এই ভাইরাস জনস্বাস্থ্যে কী প্রভাব ফেলতে পারে, তা খতিয়ে দেখা হবে সেই বৈঠকে", বলেন 'হু'-এর ডিরেক্টর জেনারেল।
২০০৫ সালে আন্তর্জাতিক স্বাস্থ্য নীতির কথাও এই প্রসঙ্গে মনে করিয়ে দেন তিনি। কোনও দেশ থেকে উদ্ভূত সংক্রমণের যদি সীমান্ত পেরিয়েও ছড়িয়ে যাওয়ার 'ক্ষমতা' থাকে, তাহলে সেই দেশের 'ভূমিকা' কী হওয়া উচিত, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল ওই নীতিতে। 'হু'-এর ১৯৪'টি সদস্য দেশ সহ মোট ১৯৬'টি দেশ আইনত এই নীতি মানতে যে একপ্রকার 'বাধ্য', সে কথাও মনে করিয়ে দেন তিনি।