কথায় বলে প্রেম স্থান ,কাল ,পাত্র কিছুই মানে না। ভালবাসায় বাধা মেনেছেই বা কে কবে! সোশ্যাল মিডিয়ায় কত রকমের প্রেম প্রস্তাব দেওয়ার ভিডিয়োই সামনে আসে। এবার সংবাদ মাধ্যমে অন ক্যামেরা সঞ্চালিকাকে প্রেম নিবেদন করলেন তাঁর বয়ফ্রেন্ড রিলি নাজেল। এই মিষ্টি ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Flight Tips: তাড়াহুড়োর দরকার নেই , এয়ারপোর্টে ফ্লাইট ধরতে একটু দেরি করলেও চলে! রইল টিপস
ভিডিয়োতে দেখা যায়, টেলিপ্রম্পটার দেখে মন দিয়ে খবর পড়ছিলেন মার্কিন সঞ্চালিকা কর্নেলিয়া নিকোলসন। হঠাতই তিনি দেখেন স্টুডিওর বাঁ দিক থেকে তাঁর বয়ফ্রেন্ড আসছেন , এরপরই আংটি হাতে কর্নেলিয়াকে বিয়ের প্রস্তাব দেন রিলি। সেই প্রস্তাব গ্রহণ করেন সঞ্চালক।
রিলি বলছেন, “কর্নেলিয়ার সঙ্গে চার বছর আগে একটি সংবাদমাধ্যমের অফিসেই আলাপ হয়েছিল। তুমি স্বভাব ভীষণ ভাল। তুমি এতটাই উজ্জ্বল যে গোটা ঘর আলো করে দাও।”