ধ্বংসস্তূপে আটকা পড়েছিল ৪ মাসের শিশু। সকলেই ভেবেছিলেন, বাঁচানো বোধহয় আর গেল না তাকে। কিন্তু, রাখে হরি মারে কে! ২০ ঘণ্টা বাদে যখন তাকে উদ্ধার করা হয় তখনও দিব্যি ওই একরত্তি শিশুর দেহে রয়ে গিয়েছে প্রাণ!
প্রায় অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে জর্ডনে। চারতলা ভবন ভেঙে পড়েছিল আচমকা। সেই ধ্বংসস্তূপেই চাপা পড়ে যায় শিশুকন্যাটি।
একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে জর্ডনের প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, কীভাবে উদ্ধারকারী দল ধুলোমাখা শরীরের জীবন্ত শিশুটিকে উদ্ধার করে আনছে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় দেখে আবেগে চোখের জল ধরে রাখতে পারেননি বহু নেটিজেন।
আরবি ভাষায় একটি টুইটও করা হয় ওই ভিডিয়োর সঙ্গে। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "যখনই অত বিশাল ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকার্য চালাতে চালাতে ২০ ঘণ্টা ধরে চাপা পড়ে থাকা ওই ফুলের মতো শিশুটিকে জীবন্ত অবস্থায় উদ্ধার করলাম, তখনই এক লহমায় যেন অত দুঃখেও জীবনের প্রতি আশা ফিরে এসেছিল। ওই শিশুটিই আমাদের কাছে আশার প্রতীক"।
শিশুটির অভিভাবকরা যদিও ভেবেছিলেন যে, তাকে বাঁচিয়ে ফেরানো যাবেই। সন্তানকে হাতে পেয়ে তাঁদের আনন্দও বাঁধ মানছে না।