ভোটের আগে উত্তপ্ত পাকিস্তান। থানায় ঢুকে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ জঙ্গিদের বিরুদ্ধে। সোমবার ভোরে, ইসমাইল খান জেলার চৌধওয়ানে একটি থানায় ঢুকে পড়ে প্রায় ৩০ জন জঙ্গি। পাকিস্তান পুলিশের দাবি, প্রায় আড়াই ঘণ্টা তারা হামলা চালায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১০ জন পুলিশের। গুরুতর জখম প্রায় ৬ জন, বিপদ আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।
Murshidabad News : মেয়ে হওয়ার অপরাধ, তিন মাসের শিশুকে আছড়ে খুনের অভিযোগ বাবা-মা-র বিরুদ্ধে
তবে এই ঘটনায় সরাসরি কাদের যোগ রয়েছে, কোন সংগঠন এই কাজ করেছে সে বিষয়ে এখনও স্পষ্ট কিছুই জানা যায়নি। বৃহস্পতিবার নির্বাচন, তার আগে এই ঘটনায় দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পাল্টা পুলিশও আত্মরক্ষায় গুলি চালায় বলে খবর, যদিও এই গুলিযুদ্ধে কতজন জঙ্গি প্রাণ হারিয়েছেন, সেবিষয়ে কিছুই জানা যায়নি।