ক্লাসে সবে পড়ানো শুরু করেছিলেন শিক্ষক। চুপচাপ পড়ুয়ারাও। আচমকা চেয়ার ছেড়ে শিক্ষককে নিশানা করে গুলি ছোড়ে ছাত্র। মুহূর্তেই রক্তক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শিক্ষক।
অন্য সহপাঠীদের দিকেও এলোপাথাড়ি গুলি ছোড়ে বন্দুকবাজ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে। ঘটনায় ৮ শিশু ও ১ নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন।
আরও পড়ুন: ক্রেমলিনে ড্রোন হামলায় চাঞ্চল্য, ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ রাশিয়ার
পুলিশ জানিয়েছে, ওই পড়ুয়া সপ্তম শ্রেণিতে পড়ে। তাকে গ্রেফতার করেছে পুলিশ। ২০০৯ সালে জন্ম ওই পড়ুয়ার। পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা। স্কুলের বাইরে পুলিশ পাহারা বসানো হয়েছে।