পশ্চিম আফগানিস্তানের শনিবারের ভয়ঙ্কর ভূমিকম্পে মৃত্যু হয়েছে ২০০০ জনের বেশি। এমনই জানাল আফগানিস্তানের তালিবান সরকার। শনিবার তিনবার ভয়ঙ্কর কম্পন অনুভূত হয় আফগানিস্তানের পশ্চিমাংশে। ১২টি গ্রাম ধূলিস্যাৎ হয়ে যায়।
রবিবার তালিবান সরকারের মুখপাত্র বিলাল কারিমি বলেন, "ঘটনাটি দুর্ভাগ্যজনক। মৃত্যুর সংখ্যা ২০০০ পেরিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই ভাবাচ্ছে।"
শনিবার রাতে রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, এখনও পর্যন্ত আফগানিস্তানের ঘটনায় ৩২০ জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকশো মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। হেরাট প্রশাসন জানিয়েছে, জিন্দা জান ও ঘোরিয়াঁ জেলায় প্রায় ১২টি গ্রাম ভূমিকম্পে নিশ্চিহ্ন হয়ে গেছে।