'যৌনক্রীড়া' শব্দটির সঙ্গে আমরা সকলেই পরিচিত হলেও তা নিয়ে নানা কারণে লুকোছাপার শেষ থাকে না। এবার এই শব্দটিকে আক্ষরিক অর্থেই স্বীকৃতি দিচ্ছে সুইডেন। যৌনতাকে সরকারিভাবে ক্রীড়ার স্বীকৃতি দিয়ে আগামী ৮ জুন থেকে ওই দেশে চালু হচ্ছে ইউরোপিয়ান সেক্স চ্যাম্পিয়নশিপ। যা চলবে টানা ৬ সপ্তাহ ধরে।
শুধু তাই নয়, এই প্রতিযোগিতায় সরাসরিভাবে অংশ না নিলেও একটু অন্যভাবে থেকে যাবে ভারতের উপস্থিতি। তার কারণ, প্রাচীন ভারতের কামসূত্রের জ্ঞান এবং সেই সূত্র অক্ষরে অক্ষরে মেনে প্রতিযোগিতায় অংশ নিলে প্রতিযোগীদের জন্য থাকবে অতিরিক্ত পয়েন্ট।
এই ইউরোপিয়ান সেক্স চ্যাম্পিয়নশিপে লিঙ্গ নির্বিশেষে অংশগ্রহণ করতে পারবেন যে কেউ। তবে, এই যৌনক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীকে বেছে নেবেন নির্বাচকদের একটি প্যানেল এবং দর্শকরা।
বিভিন্ন ধরনের যৌনক্রিয়ার মাধ্যমে পয়েন্ট জিততে হবে প্রতিযোগীদের। প্রতিটি ম্যাচের জন্য নির্ধারিত সময় থাকবে ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত। লিঙ্গ নির্বিশেষে দুই দম্পতির মধ্যের রসায়ন, যৌনতা বিষয়ক জ্ঞান ও সহ্যক্ষমতা বিচার করে বেছে নেওয়া হবে বিজয়ীদের।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন ধরনের লিঙ্গ বৈচিত্র্যের মানুষদের উৎসাহ দেওয়া এবং সম্মান জানানোই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। যা আয়োজিত হচ্ছে প্রাইড মান্থে।