সিলিকন ভ্যালির পর ফের বন্ধ হতে চলেছে আমেরিকার আরও একটি ব্যাংক। দেউলিয়া হয়ে রবিবার বন্ধ হয়ে গেল সিগনেচার ব্যাংক। সিলিকনের মতো এই ব্যাংকেরও যাবতীয় অর্থ নথিপত্র বাজেয়াপ্ত করেছে সরকার।
নিউ ইয়র্কের সিগনেচার ব্যাংক গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল। বহু মানুষ এই ব্যাংকে সঞ্চয় করতেন অর্থ৷ কিন্তু হঠাৎই সেসব থমকে যায়। প্রশাসন গ্রাহকদের আশ্বস্ত করে জানিয়েছে সোমবার থেকেই জমানো অর্থ ফিরিয়ে দেওয়া হবে। দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাকে সচল রাখতে অন্যান্য প্রতিষ্ঠানগুলিকেও এগিয়ে আসার আহ্ববান জানিয়েছে প্রশাসন।
Pathaan OTT: বক্সঅফিসে ১০০০ কোটির পর এবার OTT কাঁপাবে 'পাঠান', কবে কোথায় মুক্তি পাচ্ছে শাহরুখের ছবি?
এদিকে শুক্রবার বন্ধ হয়েছে সিলিকন ভ্যালি। ২০০৮ সালের আর্থিক মন্দার পর, দুই জনপ্রিয় ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় দেশের অর্থনীতি খানিকটা যে টলবে তা বলাই বাহুল্য।