অবশেষে চাপের মুখে নতিস্বীকার। ইস্তফা(Resignation) দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট(Srilankan President) গোতাবায়া রাজাপক্ষে(Gotabaya Rajapaksa)। সিঙ্গাপুর পৌঁছেই পদত্যাগপত্র ই-মেল করে দেন তিনি। এএফপি সূত্রে খবর, পার্লামেন্টের স্পিকারের কাছে মেল করে পদত্যাগপত্র পাঠান তিনি। বুধবারই তার ইস্তফা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই দেশ ছাড়েন তিনি।
বুধবার কলম্বো(Colombo) থেকে মালদ্বীপ হয়ে সস্ত্রীক সিঙ্গাপুরে পৌঁছন রাজাপক্ষে। কিন্তু সিঙ্গাপুরে তিনি ব্যক্তিগত সফরে এসেছেন, জানায় সিঙ্গাপুরের বিদেশমন্ত্রক। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়, রাজাপক্ষে কোনও রাজনৈতিক আশ্রয় চাননি। চাইলেও তাঁকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না। দেশ ছাড়ার আগে রনিল বিক্রমাসিঙ্ঘেকে কার্যনির্বাহী প্রেসিডেন্ট ঘোষণা করেন রাজাপক্ষে। বৃহস্পতিবার অশান্তি রুখতে সারাদিন কলোম্বোতে কার্ফু জারি ছিল।
আরও পড়ুন: ভয়াবহ ঘটনা! ছেলের পোষ্য পিটবুলের কামড়ে লখনউতে মৃত্যু বৃদ্ধার
রয়টার্স সূত্রে খবর, প্রেসিডেন্ট পদে শাসক দলের প্রথম পছন্দ বিক্রমাসিঙ্ঘে। আগামী সপ্তহের মধ্যেই পার্লামেন্ট পরবর্তী স্থায়ী প্রেসিডেন্টের নাম ঘোষণা করার কথা আছে।